1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
পাথরঘাটায় ৩ হাজার কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ - দৈনিক প্রথম প্রহর
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৫ পূর্বাহ্ন

পাথরঘাটায় ৩ হাজার কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ১১ মে, ২০২৪

পাথরঘাটা বরগুনা প্রতিনিধি,

বরগুনার পাথরঘাটায় ৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ও কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেন বরগুনা-২ সংসদ সদস্য সুলতানা নাদিরা।

শনিবার (১১ মে) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে কৃষকদের মধ্যে এ প্রণোদনা দেওয়া হয়। এ সময়, তিনি পাথরঘাটায় সরকারের যুগান্তকারী পদক্ষেপ সার্বজনীন পেনশন স্কিম এরও শুভ উদ্বোধন করেন।

জানা গেছে, চলতি ২০২৩-২৪ অর্থবছরের খরিপ ০১ মৌসুমে উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৩ হাজার কৃষককে আউশ ধান বীজ ও সার প্রদান করা হয়েছে। যেখানে প্রতিজন কৃষককে ৫ কেজি উফশী আউশ ধান বীজ, ২০ কেজি সার প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য সুলতানা নাদিরা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাওকত হোসেন, রায়হানপুর ইউনিয়নের চেয়ারম্যান মইনুল ইসলাম, চরদুয়ানী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান জুয়েল, পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাফর ইকবাল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার