পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি,
বরগুনার পাথরঘাটায় প্রকল্প অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল তিনটায় পাথরঘাটা উপজেলা পরিষদের হলরুমে উপজেলায় ডায়রিয়ার প্রকোপ কমাতে এবং সুপ্রিয় পানির সংকট কমিয়ে পানির উৎস গুলো ঠিক করার লক্ষ্যে এ অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়।
স্টার্ট ফান্ড বাংলাদেশ এর সহযোগিতা এনএসএস এর বাস্তবায়ন করে। এই প্রকল্পটি উপজেলার সদর ইউনিয়ন, চরদুয়ানী ও কাঁঠালতলী ইউনিয়নে বাস্তবায়ন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাসির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকসেদুল আলম। সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, পাথরঘাটা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সাংবাদিক সাকিল আহমেদ সহ বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলো।
এনএসএস এর ডিরেক্টর প্রোগ্রাম. মো: শহীদুল ইসলাম, প্রকল্প সমন্বয়কারী মো: আনোয়ার হোসাইন চৌধুরী প্রমুখ।
প্রকল্পটির মধ্যে রয়েছে, পাথরঘাটা সদর, চরদুয়ানী ও কাঁঠালতলী ইউনিয়নে ৪৫০টি পরিবারকে ১০ দিন ৬০ লিটার করে সুপ্রিয় পানি সরবরাহ করা হবে। পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পাঁচটি পানির জার স্থাপন এবং ৫০০ প্যাকেট আইভী স্যালাইন ও ছয়টি কমিউনিটি ক্লিনিকে ২৫ বক্স খাবার স্যালাইন সরবরাহ করা হবে। ৫০০’শ পরিবারকে করে খাবার স্যালাইন এবং ১০০ পিস ওয়াটার পিউরিফিকেশন ট্যাবলেট প্রদান। ১৫ টি পুকুর পুনঃ খনন, ১০টি পিএসএফ ফিল্টার পুনঃ সংস্কার ও ৩০ টি রেইন ওয়াটার টেকনোলজি স্থাপন করা হবে।
Leave a Reply