1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
পাথরঘাটা উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ - দৈনিক প্রথম প্রহর
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৯ পূর্বাহ্ন

পাথরঘাটা উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

  • প্রকাশিত: সোমবার, ১৩ মে, ২০২৪

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

প্রতীক পেলেন ষষ্ঠ উপজেলা নির্বাচনের পাথরঘাটা উপজেলায় তৃতীয় ধাপের নির্বাচনে অংশ নেওয়া ১৬ জন প্রার্থীরা। গতকাল রবিবার ১৩মে দুপুর ১২ টায় রির্টানিং অফিসারের কার্যালয়ে প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ও সিলেকশনের মাধ্যমে পাথরঘাটা উপজেলায় নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মাঝে প্রতীক দেওয়া হয়।

পাথরঘাটা উপজেলা পরিষদ নির্বাচনে ৭ জন প্রার্থীর মধ্যে, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম আনারস প্রতীক, উপজেলা আওয়ামী লীগের সদস্য আকন মো. শহীদ চিংড়ি মাছ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির
কাপ পিরিচ, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান ঘোরা, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. এনামুল হোসেন দোয়াত কলম, উপজেলার কালমেঘা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুর আফরোজ হেপি মটর সাইকেল ও হেমায়েত হোসেন হেলিকাপ্টার প্রতীক বরাদ্দ পেয়েছেন।

এছাড়াও উপজেলা ভাইস চেয়ারম্যান পদে, রয়েছে ৫ প্রার্থী, জাহিদ হাসান বই প্রতীক, জামাল হোসেন উড়োজাহাজ, মোহাম্মদ শওকত হাসান রমিম মাইক, রেজাউল করিম রাজা তালা ও নাজেস আফরোজ নয়ন টিউবয়েল প্রতীক পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছে ৪ জন
ফাতিমা পারভিন কলস প্রতীক, নাজমুন নাহার ফুটবল, নিলু রানী প্রজাপতি, ফারজানা হাঁস প্রতীক পেয়েছেন।

উল্লেখ্য, আগামী ২৯ শে মে ৩য় ধাপে পাথরঘাটা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার