1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
বেতাগীতে অবৈধ অস্ত্রসহ উপজেলা চেয়ারম্যান প্রার্থী আটক - দৈনিক প্রথম প্রহর
শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৮:৩৫ পূর্বাহ্ন

বেতাগীতে অবৈধ অস্ত্রসহ উপজেলা চেয়ারম্যান প্রার্থী আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

বেতাগী (বরগুনা) প্রতিনিধি,

বরগুনার বেতাগী উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নাহিদ মাহমুদ হোসেন লিটুকে অবৈধ পিস্তলসহ আটক করেছে পুলিশ। এ সময় সজীব নামের একজনকে আটক করে পুলিশ।

সোমবার (১৩ মে) সন্ধ্যা ৮ টার দিকে বেতাগী পৌরসভার ৯ নং ওয়ার্ডের রাসেল স্কয়ার নামক এলাকা থেকে তাদের আটক করা হয়। 

পুলিশ সূত্রে জানা যায়, দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নাহিদ মাহমুদ হোসেন লিটু তার নির্বাচনী প্রচারণায় একটি গাড়িতে উপজেলার বিবিচিনি ইউনিয়নের দেশান্তরকাঠীর ডিসিরহাট বাজার নামক এলাকায় উঠান বৈঠকের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

এ সময় পৌরসভার রাসেল স্কয়ার এলাকায় তার গাড়িটি তল্লাশি করলে চালকের সিটের নিচ থেকে পুরাতন কাপড়ে মোড়ানো একটি অবৈধ পিস্তল উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় চেয়ারম্যান প্রার্থী নাহিদ মাহমুদ হোসেন লিটু ও গাড়ি চালক সজীবকে আটক করা হয়।

বেতাগী থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, উদ্ধারকৃত পিস্তলের লাইসেন্স দেখতে চাইলে নাহিদ মাহমুদ হোসেন লিটু তা দেখাতে পারেননি। তবে তার কাছে একটি শর্টগানের লাইসেন্স ছিল। পরে গাড়িতে লাইসেন্স ছাড়া পিস্তলের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য চালক সজীবসহ তাকে আটক করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার