1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
পাথরঘাটায় একজন প্রার্থীকে জরিমানা, অপরজনকে কারণ দর্শানোর নোটিশ - দৈনিক প্রথম প্রহর
শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৮:৫১ পূর্বাহ্ন

পাথরঘাটায় একজন প্রার্থীকে জরিমানা, অপরজনকে কারণ দর্শানোর নোটিশ

  • প্রকাশিত: শনিবার, ১৮ মে, ২০২৪

পাথরঘাটা বরগুনা প্রতিনিধি,

বরগুনার পাথরঘাটায় আচরণবিধি লঙ্ঘনের দায় দুই উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ ও ভ্রাম্যমান আদালত জরিমানা করেছে।

শুক্রবার কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী মোস্তফা গোলাম কবিরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন বরিশালের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। নোটিশে বলা হয়েছে আগামী দুই দিনের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে উপযুক্ত ব্যাখ্যা দেওয়ার জন্য আপনাকে বলা হলো।

পরে রাত সোয়া আটটার দিকে দোয়াত কলম প্রতীকের প্রার্থী এনামুল হোসেন মিছিল নিয়ে পথসভায় অংশগ্রহণ করার দায় ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

নির্বাচনী আচরণবিধির (১১/২) ধারায় মিছিল বা শোডাউন সংক্রান্ত বিধি-নিষেধ রয়েছে। এতে বলা হয়েছে, নির্বাচন-পূর্ব সময়ে কোন প্রকার মিছিল বা কোনরূপ শো-ডাউন করা যাবে না। নির্বাচনী এসব আচরণ না মানায় দুই প্রার্থীর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে পাথরঘাটা সহকারী কমিশনার (ভূমি) খান সালমান হাবিব বলেন, নির্বাচনী আচরণবিধি লংঘন করে মিছিল ও শো-ডাউন করায় চেয়ারম্যান প্রার্থী মো. এনামুল হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার