1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
এমপির নাম ভাঙিয়ে নির্বাচন প্রভাবিত করার অভিযোগে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন - দৈনিক প্রথম প্রহর
শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৯:২৭ পূর্বাহ্ন

এমপির নাম ভাঙিয়ে নির্বাচন প্রভাবিত করার অভিযোগে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি,

উপজেলা পরিষদ নির্বাচনী সভায় স্থানীয় এমপির নাম নিয়ে নির্বাচনকে প্রভাবিত করা, কালো টাকার ছড়াছড়ির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আকন মো. সহিদ।

আজ বৃহস্পতিবার (২২ মে) পাথরঘাটা প্রেসক্লাবে সংবাদ তিনি আরও বলেন, পাথরঘাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলমগীর হোসেন একজন খারাপ লোক, তার কোন চারিত্রিক বৈশিষ্ট্য নেই, ওনার টাকা হলেই চরিত্র পাল্টে যায়। টাকা পেলে সব কিছু করতে পারে। বর্তমানে তিনি যে কমিটির সভাপতি তার মেয়াদ নেই। এই সভাপতি আলমগীর হোসেন এক সময়ে ছাত্র ইউনিয়ন করতো।

সংবাদ সম্মেলনে আকন সহিদ আরও অভিযোগ করেন, আওয়ালীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশনানুযায়ী এমপিসহ আওয়ালীগের সভাপতি সাধারণ সম্পাদক কাউকে সমর্থন দিতে পারবে না, কিন্তু গত উপজেলা নির্বাচনে নৌকার বিদ্রোহী প্রার্থী মোস্তফা গোলাম কবির কে সমর্থন দিচ্ছেন এবং মঞ্চে উঠে এমপি সুলতানা নাদিরার সমর্থন দিয়েছেন বলে বক্তব্যে বলেন। মাননীয় সংসদ সদস্য সুলতানা নাদিরা আসলেই কি মোস্তফা গোলাম কবিরকে সমর্থন দিয়েছেন কিনা তা তার কাছেই স্পষ্ট করে জানার দাবি জানাচ্ছি।

পাথরঘাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলমগীর হোসেন টাকার কথা অস্বীকার করে বলেন, আমি একজন নাগরিক আমার ভোট দেয়া এবং চাওয়ার অধিকার আছে। তাছাড়া আওয়ামী লীগের এমপি তার মান সম্মান রাখতে ভোটারের কাছে বক্তব্যে বলেছি, এটা দোষের কি আছে।

এ বিষয়ে সংসদ সদস্য সুলতানা নাদিরা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মেনে চলছি, কাউকে সমর্থন দেইনি, যদি কেউ কারো মঞ্চে উঠে আমার নাম ভাঙায় এর দায় তাদের।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার