খাইরুল ইসলাম মুন্না
বরগুনা থেকে,
বরগুনা জেলা নাগরিক প্লাটফর্ম এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নাগরিক প্লাটফর্ম এর আহবায়ক জনাব চিত্তরঞ্জন শীল। শনিবার ২৫ মে সকাল ১০টার সময় বরগুনা প্রেসক্লাব মিলনায়তন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আগামী জুন মাসে জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা ও নির্বাচিত জনপ্রতিনিধদের সাথে যে কার্যক্রম অনুষ্ঠিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মূল আলোচনায় অংশগ্রহন করেন যুগ্ম আহবায়ক সঞ্জীব দাস, সদস্য শুকরঞ্জন শীল, অশোক মজুমদার, ফজলুল করিম,গৌরাঙ্গ শিকদার শিবু, জাকির হোসেন মিরাজ, হাসানুর রহমান ঝন্টু, সাইদুল ইসলাম মন্টু ও তানিয়া সুলতানা।
বক্তারা উল্লেখ করেন যে ইতিমধ্যে আস্থা প্রকল্পের আয়োজনে শান্তি সম্প্রতি ও সহনশীলতা বজায় রাখার জন্য উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সাথে যুব ফোরামের আয়োজনে মতবিনময় সভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন নিয়ে নতুন ভোটারদের ভাবনা ও তাদের প্রত্যশা নিয়েও যুব ভোটার ও বয়স্কদের সাথে কলেজ পর্যায়ে ও এলাকায় বিভিন্ন কর্মসুচী বাস্তবাযন করা হয়েছে। সভায় বক্তারা শান্তি সম্প্রীতির এই আন্দোলন সব পর্যায়ে ছড়িয়ে দেয়ার জন্য উদাত্ব আহবান জানান।
সভায় বরগুনা জেলার ০৬ টি উপজেলা থেকে ৩০ জন সদস্য অংশগ্রহন করেন। সভাটি সঞ্চালনা করেন জেলা সমন্বকারী মোঃ খলিলুর রহমান। সার্বিক সহায়তায ছিলেন ফিল্ড অফিসার কোহিনুর বেগম
Leave a Reply