রংপুর প্রতিনিধি,
রংপুরের বদরগঞ্জে কালবৈশাখী ঝড়ে একমাত্র বসতঘরটি বিধ্বস্ত হওয়ায় বিপাকে পরেছেন মা ও তার প্রতিবন্ধী ছেলে। ঘটনাটি ঘটেছে গত ২৯ মে রাতে লোহানীপাড়া ইউনিয়নের কাঁচাবাড়ি সরকার পাড়া গ্রামে।
খোঁজ নিয়ে জানা গেছে, মৃত আঃ সফুর উদ্দিনের একটি থাকার ঘর ছিল সেই ঘরটি গতকাল রাতে বৈশাখী ঝড়ে ভেঙে পড়ে যায়। থাকার একমাত্র ঘরটি ভেঙ্গে যাওয়ার কারনে ঘরের বাইরে থাকতে হচ্ছে তাদেরকে। সেই ঘরটিতে মা গহুর জাহান ও প্রতিবন্ধী একটি ছেলে থাকতো। ঘর হারিয়ে আজ নিঃস্ব হয়েছে পরিবারটি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজির হোসেন জানান, বৈশাখী ঝরে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সহযোগিতা করা হবে।
Leave a Reply