বরগুনা প্রতিনিধি,
বরগুনায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত নদী ভাঙন এলাকা পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী, এসময় নদী ভাঙন রোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন তিনি।
মঙ্গলবার (৪ জুন) সকালে বরগুনার পাথরঘাটা উপজেলায় আসেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম স্পিডভোট যোগে বরগুনার নদী ভাঙ্গন এলাকা ঘুরে দেখেন ও ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের সাথে কথা বলে নদী ভাঙ্গন রোদে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
প্রতিমন্ত্রীর পরিদর্শনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন,বরগুনা ১ আসনের সাংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু,বরগুনা ২ আসনের সাংসদ সদস্য সুলতা নাদিরা, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফারজানা সুমি, বরগুনা জেলা প্রশাসক রফিকুল ইসলাম, বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম মিঞা, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জিয়াউর রহমান সহ স্থানীয় রাজনৈতিক জনপ্রতিনিধিগণ।
এসময় ৭ নং ঢলুয়া ইউনিয়নের ডালভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় নদীর গর্ভে বিলিনের মুখে থাকায় চেয়ারম্যান আলহাজ্ব আজিজুল হক স্বপন ও স্কুলের ছাত্র ছাত্রীদের সঙ্গে কথা বলে টেকসইভেরিবাদে নির্মাণের আশ্বাস দেন প্রতিমন্ত্রী।
পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম বলেন, নদীমাতৃক দেশ বাংলাদেশ সরকারের একার পক্ষে সকল কাজ করার সম্ভাবনা তাই আমাদের সকলের উচিত নদীর পাড়ে গাছ লাগানো। ইতিমধ্যেই ঘূর্ণিঝড় রেমালের পরে মাননীয় প্রধানমন্ত্রী হেলিকপ্টার যোগে আপনাদের এলাকা ঘুরে দেখেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে আমি আপনাদের এলাকায় এসেছি এবং নদী ভাঙ্গন এলাকায় ঘুরে দেখছি খুব শীঘ্রই টেকসই বেড়িবাধ নির্মাণ করা হবে।
Leave a Reply