1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
আগামীকাল আমতলী-তালতলী উপজেলা নির্বাচনের ভোট গ্রহন, সকল প্রস্তুতি সম্পন্ন - দৈনিক প্রথম প্রহর
শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৪ অপরাহ্ন

আগামীকাল আমতলী-তালতলী উপজেলা নির্বাচনের ভোট গ্রহন, সকল প্রস্তুতি সম্পন্ন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪

বরগুনা প্রতিনিধি,

আগামীকাল (বুধবার) আমতলী-তালতলী উপজেলা পরিষদ পরিষদ নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এ লক্ষে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সুষ্ঠু ভোট গ্রহনে ৭ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং কর্মকর্তা মুহাম্মাদ আশরাফুল আলম।

জানাগেছে, আমতলী-তালতলী উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহন বুধবার। সুষ্ঠু নির্বাচনের লক্ষে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট, মোবাইল স্টাইকিং ফোর্স, র‍্যাব, বিজিবি, পুলিশ, আনসার ব্যাটালিয়ান ও আনসারের সাত স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। নির্বাচনী সরঞ্জাম ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে।

আমতলী উপজেলার এক লক্ষ ৭২ হাজার ৩’শ ৩৭ ভোটার ৬৫ টি কেন্দ্রে এবং তালতলী উপজেলার ৮২ হাজার পাচ’শত ৩৪ ভোটার ৩৩ টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

তালতলী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং কর্মকর্তা সিফাত আনোয়ারা তুমপা বলেন, সুষ্ঠু ভোট গ্রহনে সকল প্রস্ততি নেয়া হয়েছে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং কর্মকর্তা মুহাম্মাদ আশরাফুল আলম বলেন, সুষ্ঠু ভোট গ্রহনে সকল প্রস্ততি নেয়া হয়েছে। সাত স্তরের আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। তিনি আরো বলেন,নির্বাচনের দিন সকালে ব্যালট পেপার কেন্দ্রে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার