পাথরঘাটা বরগুনা প্রতিনিধি,
বরগুনার পাথরঘাটায় ইউনিয়ন স্বাস্থ্য কল্যাণ কেন্দ্র ২৪/৭ (সার্বক্ষণিক) মায়েদের স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ-বিষয়-অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৫ জুন) সকাল ১০টায় পাথরঘাটা উপজেলা পরিষদ হলরুমে, পরিবার পরিকল্পনা অধিদপ্তর এমসিএইচ সার্ভিসেস ইউনিট এর আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নিরাপদ স্বাভাবিক প্রসব সেবাকে আরো জোরদার করার বিষয়ে গুরুত্ব দিয়ে, খান সালমান হাবিব সহকারী কমিশনার (ভূমি) পাথরঘাটা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাহমুদ হক আযাদ,পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক বরগুনা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডা. জিনাত জাহান সহকারী পরিচালক পরিবার পরিকল্পনা হ কারওয়ান বাজার ঢাকা, ডাঃ মোঃ মাসুদ রানা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পাথরঘাটা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, ইউনিয়ন স্বাস্থ্যকর্মী সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার কমানো এবং নিরাপদ প্রতিষ্ঠানিক (হাসপাতাল, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র) প্রসবকে উৎসাহিত করার লক্ষ্যে এ কর্মশালায় আয়োজনে করা হয়। এতে বাণিজ্যিক হাসপাতালে করা অপ্রয়োনীয় সিজারিয়ান সেকশানের হার কমাতে হবে বলে মত দেন আলোচকরা।
Leave a Reply