খুলনা প্রতিনিধি,
খুলনায় শাওন তালুকদার (২৪) নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। কেন এ হত্যা এ ব্যপারে কিছু জানে না পুলিশ।
বুধবার (৫ জুন) রাতের কোনো এক সময় খুলনার জোড়াগেট এলাকায় এ ঘটনা ঘটে।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গত রাতে ঘটনাটি ঘটেছে। কে বা কারা, কি কারণে শাওনকে হত্যা করেছে বিষয়টি এখনও স্পষ্ট নয়।
মরদেহ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া চলমান। কিছু জানা গেলে পরবর্তীতে জানানো হবে বলেও উল্লেখ করেন ওসি আনোয়ার।
Leave a Reply