1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
পাথরঘাটা উপজেলা নির্বাচন: দায়িত্বে অবহেলার কারণে ৩ জন আটক - দৈনিক প্রথম প্রহর
শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৩ অপরাহ্ন

পাথরঘাটা উপজেলা নির্বাচন: দায়িত্বে অবহেলার কারণে ৩ জন আটক

  • প্রকাশিত: রবিবার, ৯ জুন, ২০২৪

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি,

বরগুনার পাথরঘাটায় উপজেলা নির্বাচনে দায়িত্বে অবহেলা এবং ভোটারকে চেয়ারম্যান প্রার্থীর ব্যালট নিয়ে নিজে দেয়ার কথা বলে রেখে দেয়ার দায়ে তিনজনকে আটক করা হয়েছে।

আজ রোববার (৯ জুন) সাড়ে ১২ টার দিকে উপজেলার আমড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এঘটনা ঘটে।

আটক তিনজন হলেন, পাথরঘাটা কে.এম. পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও আমড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ও সহকারী প্রিজাইডিং অফিসার মো. জাকির হোসেন, পোলিং অফিসার ও এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ঝুমুর রানী বিশ্বাস এবং কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.রবিউল করিম। 

পরে ভোটারের মৌখিক অভিযোগের ভিত্তিতে পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), সরকারি রিটার্নিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনী এসে কেন্দ্রে ওই তিনজনকে আটক করা হয়েছে। 

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. রিয়াজ হোসেন বলেন, আমি আমার দায়িত্ব পালন করছি। বাইরের ভোটারের অভিযোগের ভিত্তিতে প্রশাসন তাৎক্ষণিক কেন্দ্রে ঢুকে অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের আটক করে। আমি যেটা জানতে পেরেছি একজন ভোটার ভোট দিতে তিন নম্বর বুথে ঢুকলে ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানের ব্যালট পেপারের সিল দেয়ার পর চেয়ারম্যান প্রার্থী ব্যালটে সিল দিতে ওই ভোটারকে বারণ করে এবং সহকারী প্রিজাইডি অফিসার জাকির হোসেন ওই ব্যালট পেপার রেখে দেয়। 

কথাগুলো উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রোকনুজ্জামান খান বলেন, মৌখিক অভিযোগ পেয়ে কেন্দ্রীয় গিয়ে প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় তিনজনকে আটক করা হয়েছে বিষয়টি তাৎক্ষণিক পিসিতে জানানো হয়েছে তাদের সিদ্ধান্ত পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার