পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি,
বরগুনার পাথরঘাটায় খালের পাড়ে জেলেদের রাখা জালে পেচানো অবস্থায় একটি ১০ ফুট লম্বা অজগর উদ্ধার করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মাঝের খালের পাড় থেকে সাপটি উদ্ধার করে জাকির মুন্সি। পরে বলেশ্বর নদ সংলগ্ন একই এলাকার বলে অবমুক্ত করা হয়।
জাকির মুন্সি বলেন, রুহিতা মাঝের খালের পাড়ে আবরোধের কারনে রাখা জেলেদের জালে পেচানো অবস্থায় স্থানীয়রা হঠাৎ একটি অজগর সাপ দেখতে পায়। সাথে সাথে আমাকে ফোন দিয়ে জানালে সেখানে যান। তিনি দ্রুত অজগর সাপটি উদ্ধার করেন। পরে বনবিভাগকে জানিয়ে মাঝের খালের বনে অবমুক্ত করা হয়।
Leave a Reply