পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি,
বরগুনার পাথরঘাটায় সন্ত্রাসীদের হামলায় কেন্দ্রীয় ছাত্রলীগের উপ গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সিফাতুজ্জামান খান আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ হামলার ঘটনায় অভিযোগ উঠেছে বরগুনা জেলা ছাত্রলীগের বহিস্কৃত সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মারজানের বিরুদ্ধে।
হামলার ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের বটতলা বাজারে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করছে কেন্দ্রীয় ছাত্রলীগ ও পাথরঘাটা উপজেলা ছাত্রলীগ।
পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি ওয়ালিদ মক্কী বলেন, আব্দুল্লাহ আল মারজান বরগুনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পাওয়ার আগে থেকেই মাদক সেবনকারী ও বিক্রেতা এবং হত্যা মামলার আসামি ও সন্ত্রাসের সঙ্গে জড়িত ছিল। মারজানের এ অপকর্মের খবর কেন্দ্রীয় ছাত্রলীগ অবগত হওয়ার পর বরগুনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের পদ থেকে আব্দুল্লাহ আল মারজানকে কেন্দ্রীয় ছাত্রলীগ বহিষ্কার করে। ওই বহিষ্কারের ঘটনায় কেন্দ্রীয় ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক উপসম্পাদক সিফাতুজ্জামান খানের হাত রয়েছে বলে ধারণা করে। তাই মারজানের ওই বহিষ্কারের ঘটনায় সিফাতুজ্জামান খানের ওপর নাচনাপাড়া ইউনিয়নের বটতলা বাজারে সন্ত্রাসীরা হামলা করে। তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।
অভিযুক্ত বরগুনা জেলা ছাত্রলীগের বহিস্কৃত সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মারজান বলেন, বাসা থেকে বটতলা বাজারে গেলে দেখি স্থানীয় দোকানদার ও ব্যবসায়ীদের মারধর করতেছে সিফাত ও তার লোকজন। তবে সিফাতকে আমি মারিনি। ও কিভাবে আহত হয়েছে তা আমার জানা নেই।
এ ব্যাপারে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন বলেন, সিফাতুজ্জামানকে মারধরের ঘটনায় একটি মামলা করা হয়েছে। এ ঘটনায় আসামিদের গ্রেপ্তারে জন্য অভিযান হচ্ছে।
Leave a Reply