1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
এ.কে স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন - দৈনিক প্রথম প্রহর
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৭ অপরাহ্ন

এ.কে স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

  • প্রকাশিত: সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩

আনন্দ উচ্ছাসের মধ্য দিয়ে বরগুনার বেতাগীতে এ.কে স্কুলের দ্বিতীয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ ফ্রেরুয়ারি) সকাল ১০ টায় পৌর ভবন সংলগ্ন প্রতিষ্ঠানের ক্যাম্পাসে পবিত্র কুরআন তেলোয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে স্কুলের প্রতিষ্ঠাতা আ: হাই‘র সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন প্রধান অতিথি বেতাগী পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির।
বিশেষ অতিথি ছিলেন, বেতাগী বালিকা বিদ্যলয় এন্ড কলেজের অধ্যক্ষ রফিকুর আমিন, বেতাগী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো: জসিম উদ্দিন, পরিচালনা পরিষদের সদস্য সাইদুল ইসলাম মন্টু, পৌর কাউন্সিলর প্রভাষক রমেন চন্দ্র দেবনাথ, পৌর কাউন্সিলর নাসির উদ্দিন ফকির, পরিচালনা পরিষদের সদস্য শাহাদাৎ হোসেন মহসিন ও মো: জাকিরুল ইসলাম বিশ্বাস। পরিচালনা করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনতাসির সালমান জিবু।
অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন, প্রতিযোগীদের শারীরিক কসরত প্রদর্শন ও শপথ বাক্য পাঠ, ক্রীড়া মশাল প্রজ্জলন, মাঠ প্রদক্ষিন. ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার আয়োজন করা হয়।

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার