1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
প্লাস্টিকের ব্যাগে মিলল সাড়ে তিন কোটি টাকার তক্ষক - দৈনিক প্রথম প্রহর
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৮ অপরাহ্ন

প্লাস্টিকের ব্যাগে মিলল সাড়ে তিন কোটি টাকার তক্ষক

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩

বরগুনা তালতলীতে একটি জীবন্ত তক্ষক উদ্ধার করেছে কোস্টগার্ড। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার সোনাকাটা সংলগ্ন ফাতরার বন থেকে উদ্ধার করা হয়। তক্ষকটি ১৩ ইঞ্চি লম্বা ও ওজনে ২০১ গ্রাম, যার কথিত বাজার মূল্য সাড়ে ৩ কোটি টাকা।
উদ্ধারকৃত তক্ষকটিকে বন বিভাগ ও উপজেলা নিবার্হী অফিসারের মাধ্যমে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের ছকিনা স্টেশনের পেটি অফিসার মোকসেদুর রহমান বলেন, নিয়মিত টহল পরিচালনার সময় ফাতরার বনে একজনকে প্লাস্টিকের ব্যাগ হাতে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। পরে ওই ব্যক্তিকে ডাক দিলে তিনি ব্যাগ রেখে পালিয়ে যান। ব্যাগটি তল্লাশি করে একটি জীবন্ত তক্ষক উদ্ধার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার