1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
সেতু ভেঙে ৯ জন নিহতের ঘটনায় ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন - দৈনিক প্রথম প্রহর
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৪ অপরাহ্ন

সেতু ভেঙে ৯ জন নিহতের ঘটনায় ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন

  • প্রকাশিত: রবিবার, ২৩ জুন, ২০২৪

বরগুনা প্রতিনিধি,

বরগুনার আমতলীতে সেতু ভেঙে খালে পড়ে ৯ জন নিহতের ঘটনায় ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

শনিবার (২২ জুন) রাত সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আগামী সাত কর্ম দিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক রফিকুল ইসলাম বলেন, সেতু নির্মাণে অনিয়মের অভিযোগসহ দুর্ঘটনা তদন্তে কাজ করবে এই কমিটি। কমিটির প্রতিবেদন দাখিলের পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, শনিবার দুপুর আড়াইটার দিকে বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের হলদিয়া বাজার এলাকায় সেতু ভেঙে বিয়ের যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস খালে পড়ে যায়। পরে ওই মাইক্রোবাসে থাকা ৯ জনের লাশ উদ্ধার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার