নিজস্ব প্রতিবেদক,
বরগুনার বামনায় বিষধর সাপের ছোবলে বেবী বেগম (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তবে কোন প্রজাতির সাপে ছোবল দিয়েছে সেটা নিশ্চিত করতে পারেননি পরিবারের লোকজন।
সোমবার (২৪ জুন) বিকেলে বামনা উপজেলার যাদবপুরে এ ঘটনা ঘটে। নিহত বেবী বেগম ওই গ্রামের মো. আফজাল মাতুব্বরের স্ত্রী।
পরিবার সূত্রে জানা গেছে, খাবার খাওয়ার উদ্দেশ্যে আলমারিতে প্লেট নিয়ে আসতে গেলে আলমারির ভেতরে থাকা সাপ তাকে ছোবল দিলে চিৎকার দেন বেবী বেগম। পরে স্বামী আফজাল তাকে ছটফট করতে দেখে দ্রুত ওঝার কাছে নিয়ে যান। সেখানে ঝাড়ফুঁক দিয়ে তার বিষ নামানোর চেষ্টা করেন। পরে ওঝা রোগীকে বামনা হাসপাতালে নিয়ে যেতে বলেন।
বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফাতিমা আক্তার এ্যানী বলেন, রোগীকে দেরিতে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ততক্ষণে তিনি মারা গেছেন। তবে ধারণা করা হচ্ছে- বিষাক্ত সাপে তাকে ছোবল দিয়েছে। ফলে দ্রুত তার শরীরে বিষ ছড়িয়ে পড়েছে।
এদিকে, অজ্ঞাত সাপের ছোবলে মৃত্যুর ঘটনায় বামনা উপজেলাসহ আশেপাশের এলাকায় রাসেল ভাইপার আতঙ্ক বিরাজ করছে।
Leave a Reply