সাবেক ছাত্রলীগ নেতা আকাশকে প্রকাশ্যে কুপিয়ে র্যাবের হাতে গ্রেফতার হলেন খুলনার কয়রা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউনিয়নের চেয়ারম্যান এস এম বাহারুল ইসলামের ভাগ্নে আশিক ও আরাফাত গং। কয়রা থানায় রুজু হওয়া জিআর ২৭/২৩ মামলার ১ ও ২নং আসামি তারা। মামলার ৩নং আসামি সজিব পলাতক রয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাতে খুলনা মহানগর থেকে র্যাব-৬ এর একটি আভিধানিক দল তাদের গ্রেফতার করেন।
এদিকে গত ১৮ ফেব্রুয়ারি (শনিবার) দিবাগত রাত সাড়ে ৯ টায় কয়রা হাইস্কুল মোড়ে সবুজের চা দোকানে আকাশ নামে এক সাবেক ছাত্রলীগ নেতাকে প্রকাশ্যে রামদা, চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে চেয়ারম্যানের ভাগ্নে আশিক (২৩), পিং- আশরাফুল ইসলাম, আরাফাত হোসেন (২৫) ও সজিব হোসেন (২৩) সহ অজ্ঞাত ৫-৬ জন। পরে ১৯ ফেব্রুয়ারি কয়রা থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়।
জেলা প্রতিনিধি, খুলনা
Leave a Reply