1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
ব্রাহ্মণবাড়িয়ার বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২ - দৈনিক প্রথম প্রহর
শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৬:৫৯ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি,

কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাস-ট্রাক সংঘর্ষে বাসের সহকারীসহ দুজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ জুন) ভোররাতে উপজেলার সৈয়দাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার নিকলী থানার টিক্কলহাটি গ্রামের তাজউদ্দিন আহমেদের ছেলে সাইফ (২০) ও একই গ্রামের কাশেম মিয়ার ছেলে রাজু (২০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, কুমিল্লামুখী বিসমিল্লাহ্ পরিবহনের একটি বাস একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে তার পেছনে ধাক্কা দেয়। এতে বাসের বেশ কয়েক যাত্রী আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় সাইফ ও রাজুকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসাপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

খাটিহাতা হাইওয়ে থানার ওসি আশীষ কুমার জানান, নিহত দুইজনের মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে। বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার