পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি,
বরগুনার পাথরঘাটায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার বিকেলে পাথরঘাটা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে রায়হানপুর ইউনিয়নকে ২১ গোলে হারিয়ে বিজয়লাভ করেছেন পাথরঘাটা পৌরসভা ফুটবল একাদশ। এ বিজয়ে তারা ষষ্ঠবারের মতো রেকর্ড চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকনুজ্জামান খান সহ আমন্ত্রিত অতিথিরা।
খেলা কমিটির মাঠ পরিচালনায় করেন পাথরঘাটা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এম রাকিব খান, কোষাধক্ষ্য হেমায়েত হোসেন ভুট্টো প্রমুখ।
Leave a Reply