1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
পাথরঘাটায় বিএফডিসি মৎস্য আড়ৎদার মালিক সমিতির নির্বাচনে মনোনয়ন সংগ্রহ করেছে ১৩ জন - দৈনিক প্রথম প্রহর
সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৩:১৬ অপরাহ্ন

পাথরঘাটায় বিএফডিসি মৎস্য আড়ৎদার মালিক সমিতির নির্বাচনে মনোনয়ন সংগ্রহ করেছে ১৩ জন

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ জুন, ২০২৪

পাথরঘাটা বরগুনা প্রতিনিধি,

বরগুনার পাথরঘাটার মৎস্য বাজার বিএফডিসি মৎস্য আড়ৎদার মালিক সমিতির এি-বার্ষিক নির্বাচন আগামী ১৩ জুলাই অনুষ্ঠিত হবে।

এ-উপলক্ষ্যে (২৭ জুন) বৃহস্পতিবার এই সংগঠনের ৭টি পদে জন্য ১৩ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান প্রধান নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করবেন এই নির্বাচনে।

তিনি বলেন, জেলার একমাত্র এবং দেশের দ্বিতীয় মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) পাইকারি মৎস্য বাজারটির শৃংখলা এবং সুন্দর পরিবেশ ধরে রাখার লক্ষে এখানকার নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা একটি সুন্দর নির্বাচন উপহার দেয়ার লক্ষে কাজ করে যাচ্ছি।

সভাপতি পদে বর্তমান সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন জমাদ্দার ও সাবেক পৌর কাউন্সিলর নূরুল আমীন, সাধারণ সম্পাদক পদে একমাত্র প্রার্থী বর্তমান সাধারন সম্পাদক এনামুল হোসাইন মনোনয়ন সংগ্রহ করেছেন। এছাড়াও সহসভাপতি পদে ২ জন, সহসাধারণ সম্পাদক পদে ২ জন, সাংগঠনিক সম্পাদক পদে ২ জন, কোষাধ্যক্ষ পদে ২ জন এবং প্রচার ও দপ্তর সম্পাদক পদে ২ জনসহ মোট ১৩ জন প্রার্থী নির্বাচনী মনোনয়ন সংগ্রহ করেছেন।

১নং নির্বাচন কমিশন ও মৎস্য আড়ৎদার মালিক বাবুরাম কর্মকার বলেন, তফসীল ঘোষনা এবং মনোনয়ন সংগ্রহের মধ্য দিয়ে শুরু হল নির্বাচনের আনুষ্ঠানিকতা। এরপর যাচাই-বাছাই ও প্রত্যাহার, প্রতিক বরাদ্ধসহ অন্যান্য কার্যক্রমের পরে জমে উঠবে নির্বাচনটির প্রচার প্রচারণা।

সবমিলিয়ে ভোটারদের উপস্থিতি ও অংশ গ্রহনের মধ্য দিয়ে উৎসব মুখর হবে এই নির্বাচনটি। এমনটাই প্রত্যাশা মৎস্য আড়ৎদার মালিকসহ সংশ্লিষ্ট সকলের।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার