পাথরঘাটা বরগুনা প্রতিনিধি,
পাথরঘাটায় বরগুনা ইয়ুথ হাবের উদ্যোগে “পুরুষতান্ত্রিক সমাজে বিদ্বেষের শিকার কর্মজীবী নারী” বিষয়ক আলোচনা সভা ও নজরুল সৃতি সংসদ (এনএসএস) এর পাংখুরী যুব সংঙ্ঘের মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ জুন) বিকেল তিনটায় বরগুনা ইয়ুথ হাবে পুরুষতান্ত্রিক সমাজে বিদ্বেষের শিকার কর্মজীবী কর্মজীবি নারী বিষয়ক নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরে বিকেল চারটায় এনএসএস এর পাংখুরী যুব সংঙ্ঘের সদস্যদের নিয়ে মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নারীরা চার দেয়ালের ঘেরাটোপ ভেঙে পুরুষের সঙ্গে সমানতালে অফিস-আদালতে কাজ করে। অফিস-আদালতে কর্মজীবী নারীরা তাদের সহকর্মী, অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ইভটিজিং, অসৎ আচরণ সহ ধর্ষণের শিকার হচ্ছে। বর্তমানে নির্যাতনের শিকার কর্মজীবী নারী ও পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার উপর সরকার এবং প্রশাসনিক ব্যবস্থা নেয়া খুব জরুরি বলে আলোচনা সভায় বক্তব্য দেন বক্তারা।
Leave a Reply