পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি,
বরগুনার পাথরঘাটায় টিউবওয়েল বসানোর সময় বিদ্যুতায়িত মো. আরিফ মোল্লা (১৯) নামের একজনের মৃত্যু হয়েছে। তার সাথে থাকা আরও চারজন আহত হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার (১ জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের কাটাখালী গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত্যু আরিফ পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের উত্তর কুপধন গ্রামের মো. ইউনুস মোল্লার ছেলে।
আহতরা হলেন, বেতাগী উপজেলার হোসনাবাদ গ্রামের সামছুল হক হাওলাদারের ছেলে মো. মিলন হাওলাদার (৪২), বরগুনার গৌড়িচন্নার বুদ্দিরহাট গ্রামের সহিদের ছেলে মো. কাউসার (১৭), পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পশ্চিম সুবিদখালীর আ. গফফার হাওলাদারের ছেলে মো. হাসান হাওলাদার (২২), মির্জাগঞ্জ উপজেলার লেমুয়া গ্রামের গাফফার মিয়ার ছেলে শামিম হাওলাদার (২৫)। এর মধ্যে কাউসারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। বাকি তিনজনকে বরিশালে পাঠানো হয়েছে।
জানা যায়, পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের কাটাখালী গ্রামের মো. আজাদের বাড়িতে টিউবয়েল স্থাপনের কাজ করতে কন্ট্রাক্ট নেয় পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার মো.ছিদ্দিকুর রহমান। এ সময় পাইপের বাধন খুলে পাইপ পার্শ্ববর্তী বৈদ্যুতিক মুল তারের উপর পড়লে কাজ করতে থাকা মো.আরিফ মোল্লা, মো. মিলন হাওলাদার, মো. কাউসার, মো. হাসান হাওলাদার, মো. শামীম হাওলাদার বিদ্যুতায়িত হয়। ঘটনাস্থলেই আরিফ মোল্লার মৃত্যু হয়।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জাহিদ হাসান বলেন, হাসপাতালে আসার আগেই একজনের মৃত্যু হয়েছে। বাকিদের মধ্যে কাউসারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা পাঠানো হয়েছে। বাকিদের বরিশালে পাঠানো হয়।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, মৃত ব্যক্তির সুরতলের রিপোর্ট করা হয়েছে। ময়নাতদন্তের জন্য বরগুনা পাঠানো হবে। বাকিদের উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করেনি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply