1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
পাথরঘাটায় বাস-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে চালকসহ আহত দুই - দৈনিক প্রথম প্রহর
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৩ অপরাহ্ন

পাথরঘাটায় বাস-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে চালকসহ আহত দুই

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি,

বরগুনার পাথরঘাটায় ব্যাটারি চালিত অটোরিক্সা ও মঠবাড়িয়া থেকে পাথরঘাটা গামী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে অটোরিক্সার চালকসহ ২ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২ জুলাই) সকাল দশটার দিকে পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের মাছেরখাল ও মুন্সিরহাটের মাঝামাঝি বটতলা মন্ডল বাড়ির সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন, অটোরিক্সার চালক মো. আলি হোসেন (৫৫) এবং যাত্রী নজরুল ইসলাম (৪৮)। দুইজনেরই বাড়ি উপজেলার চরদুয়ানী ইউনিয়নের হোকলাপাশা ৫ নম্বর ওয়ার্ডে।

জানাযায়, বটতলা থেকে মুন্সিরহাট যাওয়ার জন্য অটোরিক্সায় রওনা দিলে মঠবাড়িয়া থেকে আসা মেহেদী ক্লাসিক নামের একটি লোকাল বাস হঠাৎ করে রিক্সায় ধাক্কা দেয়। ঘটনাস্থলে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং অটোরিক্সার চালকসহ যাত্রী আহত হয়। পরে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করা পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগের চিকিৎসক ডাক্তার নাসির উদ্দিন বলেন, আহত দুইজনের মধ্যে একজন অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। অপর একজনকে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

এবিষয় পাথরঘাটা থানার উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই হাসপাতালে এসে আহতদের জবানবন্দী নেয়া হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার