সাকিল আহমেদ
নিজস্ব প্রতিবেদক,
বরগুনার বামনায় নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান ও সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা-২ (পাথরঘাটা, বামনা ও বেতাগী) আসনের সংসদ সদস্য এমপি সুলতানা নাদিরা।
সোমবার (৮ জুলাই) বেলা বারোটার দিকে বামনা উপজেলা পরিষদের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সভা সঞ্চালনা করেন বামনা উপজেলা বন কর্মকর্তা মো. সাইদুর রহমান মানিক আকন।
বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান এর সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান। ভাইস চেয়ারম্যান জাকারিয়া হোসেন মহারাজ। মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার নাজু। রামনা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান নজরুল জোমাদ্দার, বামনা সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট চৌধুরী কামরুজ্জামান ছগির, বুকাবনিয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সবুজ বাবু। এছাড়া বামনা উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply