Warning: Creating default object from empty value in /home/dainikprothompro/public_html/wp-content/themes/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
বামনায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ - দৈনিক প্রথম প্রহর
  1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
বামনায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ - দৈনিক প্রথম প্রহর
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০:০৪ পূর্বাহ্ন

বামনায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ৮ জুলাই, ২০২৪

নিজস্ব প্রতিবেদক,

মৌসুমে রোপা আমন আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচীর আওতায় বরগুনার বামনায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার এবং নারিকেল চারা বিতরণ কর্মসূচীর অনুষ্ঠিত হয়েছে।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা।

বামনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার (৮ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোসাম্মাৎ ফারজানা তাসমিন।

বামনা উপজেলার ৪টি ইউনিয়নের ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ২২০০ জন, ক্ষুদ্র ও প্রান্তিক নিয়মিত প্রণোদনার ৬০০ জন মোট ২ হাজার ৮০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার এবং ২৫০ জন কে ৫ টি করে নারিকেল চারা বিতরণ করা হবে।

এসময় বামনা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান মোঃ জাকারিয়া হোসেন মহারাজ, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমুন নাহার নাজু সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সকল ইউনিয়ন থেকে আসা কৃষক ও কৃষাণিগণ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মোসাঃ ফারজানা তাসমিন বলেন, জমির রক্ষণাবেক্ষণসহ ভালো ফলনের জন্য সব সময় মাঠ পর্যায়ের উপ-সহকারি কৃষি কর্মকর্তাদের সাথে যোগাযোগ রক্ষা করে তাদের পরামর্শ অনুযায়ী কাজ করতে হবে। এই ক্ষেত্রে সরকারের নিয়ামক শক্তি হলো দেশের কৃষক। তাই কৃষকের পাশে যেমন সরকার সহায়তা নিয়ে দাঁড়িয়েছে, তেমনি কৃষককেও তার সেরা শ্রম আর মেধা দিয়ে উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার