1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
জয়পুরহাটে ২৪ ঘণ্টায় সাপের কামড়ে হাসপাতালে সাপুড়েসহ ৩ জন আক্রান্ত - দৈনিক প্রথম প্রহর
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৭ পূর্বাহ্ন

জয়পুরহাটে ২৪ ঘণ্টায় সাপের কামড়ে হাসপাতালে সাপুড়েসহ ৩ জন আক্রান্ত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪

জয়পুরহাট প্রতিনিধি,

জয়পুরহাটে গত ২৪ ঘণ্টায় পৃথক তিনটি স্থানে সাপের কামড়ে আক্রান্ত হয়েছেন সাপুড়েসহ তিন ব্যক্তি। এদের মধ্যে গুরুতর আহত একজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (৮ জুলাই) সকাল সাড়ে ৮ টার দিকে জয়পুরহাট পৌরসভার কর্মচারী ও পৌর শহরের মণ্ডলপাড়া মহল্লার মৃত আব্দুল করিমের ছেলে সেহেল রানা ওরফে শিমু (৪৫) সাপের কামড়ে আক্রান্ত হয়ে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি হন। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এর আগে, সকাল ৭টার দিকে পাঁচবিবি উপজেলার পশ্চিম বালিঘাটা গ্রামের মৃত কোরবান আলী প্রামাণিকের ছেলে শহিদুল ইসলাম (৫৪) বাড়ির বাইরে ছোট একটি সাপের কামড়ে আক্রান্ত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করান।

অন্যদিকে, গত রবিবার (৭ জুলাই) সন্ধ্যায় কালাই উপজেলার শিব সমুদ্র গ্রামের সাপুড়ে গোলজার হোসেন (৩৫) মাত্রাই বাজারে আরেক সাপুড়ে আব্দুল খালেকের ব্যাগ থেকে সাপ বের করে নেওয়ার সময় কামড়ে আক্রান্ত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

সাপের কামড়ে আক্রান্ত কালাই উপজেলার শিব সমুদ্র গ্রামের সাপুড়ে গোলজার হোসেন বলেন, আমি জীবনে অনেক সাপে কামড়ানো জটিল রোগীকে সুস্থ করেছি। আজ সাপের কামড়ে আক্রান্ত হয়ে নিজের চিকিৎসা করতে পারি নাই। আমি নিজেই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছি। সাপের কামড়ের কী যন্ত্রণা বুঝতে পারছি।

জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মো. শহীদ হোসেন বলেন, গত ২৪ ঘণ্টায় ৩ জন রোগী সাপের কামড়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে সোহেল রানা নামে এক রোগীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম রয়েছে। রোগীদের চিকিৎসা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার