1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
বামনায় উপজেলা আ'লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক প্রথম প্রহর
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০২:২৬ পূর্বাহ্ন

বামনায় উপজেলা আ’লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪

সাকিল আহমেদ

নিজস্ব প্রতিবেদক,

বরগুনার বামনা উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জুলাই) বিকেল চারটার দিকে বামনা উপজেলা পরিষদের হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা-২ (পাথরঘাটা, বামনা ও বেতাগী) আসনের সংসদ সদস্য এমপি সুলতানা নাদিরা।

এ সভার সভাপতিত্ব করেন বামনা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ইউসুফ আলী হাওলাদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মো. আলতাফ হোসেন হাওলাদার, বামনা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাংগঠনিক মো. মিজানুর রহমান, রামনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম জমাদ্দার, জেলা পরিষদের সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন মোল্লা, বামনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক চৌধুরী কামরুজ্জামান সগির, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান সবুজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকারিয়া হোসেন মহারাজ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার নাজু। এছাড়াও বামনা উপজেলা আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশ মনোনীত প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে বামনা উপজেলা আওয়ামীলীগ শক্তিশালী হতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার