1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
চতুর্থ শ্রেণির মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার - দৈনিক প্রথম প্রহর
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৯ অপরাহ্ন

চতুর্থ শ্রেণির মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার

  • প্রকাশিত: বুধবার, ১ মার্চ, ২০২৩

সিলেটের জৈন্তাপুর উপজেলায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদরাসার মুহতামিমকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে উপজেলার দরবস্ত ইউপির মানিকপাড়া ঈদগাহ থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত মাওলানা মাসউদ আজহার দরবস্ত ইউপির রওজাতুল ইসলাম চাক্তা মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম ও চাক্তা গ্রামের মাওলানা মহিউদ্দিনের ছেলে। তিনি জমিয়তে উলামায়ে ইসলাম জৈন্তাপুর উপজেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক।

ভিকটিমের পরিবার জানায়, গত ২৫ ফেব্রুয়ারি সকাল ৮টায় মাদরাসার অফিস কক্ষে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করেন। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করলে পুলিশ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় দরবস্ত ইউপির মানিকপাড়া ঈদগাঁ থেকে মাসউদ আজহারকে গ্রেফতার করে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে মাদরাসার মুহতামিমকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার অভিযুক্তকে আদালতে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার