পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি,
বরগুনার পাথরঘাটায় মোটরসাইকেল চালিয়ে ব্রিজে উঠার সময় অপর দিক থেকে আসা গাছের চারা বোঝাই ভ্যানগাড়ির ধাক্কায় মাসুদ ও মারুফ নামের দুই ভাই আহত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পাথরঘাটা পৌরসভার স্টিল ব্রিজে ঘটে এ সড়ক দুর্ঘটনা। এসময় মোটরসাইকেল চালাচ্ছিলেন তাদের বড় ভাই। তাদের বাড়ি পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের সোনালী বাজার গ্রামে।
জানাযায়, সোনালী থেকে পাথরঘাটা আসার সময় স্টিল ব্রিজে উঠতে গিয়ে গাছের চারা বোঝাই ভ্যানগাড়ি মোটরসাইকেলে ধাক্কা দেয়। এসময় মাসুদের ডান পা ভেঙে যায় এবং মারুফ আহত হয়। পরে তাদেরকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শাহাদাত হোসেন বলেন, তাদের দুজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply