1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
বরগুনায় জেলা পূঁজা উদযাপন পরিষদের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন - দৈনিক প্রথম প্রহর
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৪ অপরাহ্ন

বরগুনায় জেলা পূঁজা উদযাপন পরিষদের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন

  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুলাই, ২০২৪

বরগুনা প্রতিনিধি,

বাংলাদেশ পূঁজা উদযাপন পরিষদ বরগুনা জেলা শাখার পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ পূঁজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলার বিভিন্ন মন্দিরে ফলজ গাছ রোপন করে এই কর্মসূচীর উদ্বোধন করা হয়।

শুক্রবার বরগুনার আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকন মন্দিরে আম গাছ এবং রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে নারকেল গাছ ও জেলার অন্যান্য উপজেলায় উপজেলা পূঁজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ফলজ গাছ রোপন করেন।

বরগুনার আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকন মন্দির, রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে বৃক্ষরোপন করেন বাংলাদেশ পূঁজা উদযাপন পরিষদের বরগুনা জেলা কমিটির যুগ্ন-আহবায়ক মানিক সিকদার, যুগ্ন-আহবায়ক অরুপ রতন তালুকদার রানা, সদস্য-সচিব জয়দেব রায়, সদস্য লিটন দেবনাথ, সদস্য উজ্জ্বল চন্দ্র দাস এসময় সাথে ছিলেন বরগুনা ইসকন মন্দিরের অধ্যক্ষ শ্রৗমান সর্বমঙ্গল মাধব দাস ব্রহ্মচারী, বরগুনা ইসকন মন্দির কমিটির সভাপতি শ্রী গৌরাঙ্গ কর্মকার, সহ-সভাপতি শ্রী সীমান পাটিকর, বরগুনা রামকৃষ্ণ আশ্রমের উপদেষ্টা সংকর কুমার রায়, সভাপতি শিবুলাল ঘোষ, সাধারন সম্পাদক পবিত্র রায় এবং আশ্রম ও মন্দিরের অন্যান্য নেতৃবৃন্দ ও ধর্মপ্রান ভক্তগণ।

বাংলাদেশ পূঁজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বরগুনায় আজ শুক্রবার বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। ”বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে ধারন করে আগামী সাত দিন জেলার বিভিন্ন মঠ, মন্দির ও আশ্রমে গাছ রোপন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার