1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
হাঙরের পেটে মিললো দেহাবশেষ,ট্যাটু দেখে জানা গেল পরিচয় - দৈনিক প্রথম প্রহর
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৩ পূর্বাহ্ন

হাঙরের পেটে মিললো দেহাবশেষ,ট্যাটু দেখে জানা গেল পরিচয়

  • প্রকাশিত: বুধবার, ১ মার্চ, ২০২৩

আর্জেন্টিনায় জেলেদের জালে ধরা পরা হাঙরের পেটে মিলেছে এক দেহাবশেষ। তার শরীরে ট্যাটু দেখে জানা গেছে ব্যক্তিটির পরিচয়।
শনাক্ত হওয়া দিয়েগো বারিয়া নামে ৩২ বছর বয়সী ঐ ব্যক্তি সম্প্রতি নিখোঁজ হন। তাকে সবশেষ ১৮ ফেব্রুয়ারি দক্ষিণ চুবুত প্রদেশের উপকূলের কাছে দেখা যায়।

রোববার দুই জেলে স্থানীয় কোস্টগার্ডকে জানায়, বারিয়ার গাড়ি যেখানে পাওয়া গিয়েছিল তার কাছাকাছি স্থানে তারা ৩টি হাঙর ধরেছে।

আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তা ড্যানিয়েলা মিল্লাত্রুজ ঐ নিখোঁজ ব্যক্তির উদ্ধার অভিযানের দায়িত্বে ছিলেন। তিনি জানান, যখন জেলেরা হাঙরগুলোকে পরিষ্কার করছিল তখন পেটে মানুষের দেহাবশেষ দেখতে পান তারা।

বারিয়ার পরিবারও তাকে চিনতে পারে তার শরীরে ট্যাটু করার কারণে। যদিও তারা তার পরিচয় নিশ্চিত করার জন্য ডিএনএ পরীক্ষাও করবে বলেও জানিয়েছে।

দিয়েগো বারিয়া নিখোঁজ হওয়ার দুইদিন পর তার গাড়ি উদ্ধার হয়। তবে কীভাবে এ ঘটনা ঘটেছে তা এখনো স্পষ্ট নয়। তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার