পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি,
বরগুনার পাথরঘাটায় পাগলা কুকুরের কামড়ে ৭ জন আহত হয়েছে। এর মধ্যে ৪ জনকে সোমবার (১৫ জুলাই) সকাল ৭টায় এবং আগের রাতে ৩ জনকে কামড়ায়। তাদের সবাইকে পাথরঘাটা উপজেলা হাসপাতাল থেকে জলাতঙ্ক রোগের চিকিৎসা প্রদান করা হয়েছে।
ভুক্তভোগী ও পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান খান জানান, হরিণঘাটা পর্যটন এলাকায় সোমবার সকাল ৭টায় বেলাল তারাশী নামক এক ব্যক্তির একটি গৃহালিত কুকুরের কামড়ে মো. ইসাহাক, আবদুল মন্নান, শাহজাহান ও সুমন আহত হন।
তাদের বাড়ি সদর উপজেলার হরিণঘাটা এলাকায়। একই সময় কৃষক আইউব আলীর একটি গরু ও মো. কবিরের একটি ছাগলকে কামড়ায় কুকুর।
এদিকে পাথরঘাটা হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল রবিবার দিন রাতে একটি কুকুর ৩ জনকে কামড়িয়েছে। তাদের বাড়ি হাড়িটানা এলাকায়।
আহতদের পাথরঘাটা উপজেলা হাসপাতালে জরুরী বিভাগ থেকে চিকিৎসা দেওয়া হয়েছে।
সকাল ১০টায় কুকুরটিকে মেরে মাটি চাপা দেওয়া হয়েছে বলে পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমঙ্গীর হোসেন নিশ্চিত করেছেন।
Leave a Reply