1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
পাথরঘাটায় ২১৩ নারী জেলে পরিবারের মাঝে ফলজ চারা ও হাঁস বিতরণ - দৈনিক প্রথম প্রহর
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন

পাথরঘাটায় ২১৩ নারী জেলে পরিবারের মাঝে ফলজ চারা ও হাঁস বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ১৫ জুলাই, ২০২৪

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি,

বরগুনার পাথরঘাটায় নারী জেলে ও জেলে পরিবারের ২১৩ জনকে ৬ টি করে হাস, বিভিন্ন প্রজাতির ১৫ টি করে ফলজ গাছ ও ৮ প্রকারের সবজির বীজ বিতরণ করা হয়েছে।

সোমবার (১৫ জুলাই) বেলা ১১ টার দিকে পাথরঘাটা উপজেলা পরিষদ চত্বরে মুক্তমঞ্চে এসব বিতরন অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি ছিলেন পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রোকনুজ্জামান খান, বিশেষ অতিথি ছিলেন, এমটিবি ফাউন্ডেশনের চীফ এক্সিকিউটিভ অফিসার সামিয়া চৌধুরী, বেসরকারি উন্নয়ন সংস্থা এনএসএস’র নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না, সিনিয়র সাংবাদিক মির্জা শহিদুল ইসলাম খালেদ, পাথরঘাটা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন প্রমুখ।

এ সময় এমটিবি ফাউন্ডেশনের চীফ এক্সিকিউটিভ অফিসার সামিয়া চৌধুরী বলেন, উপকূলের মানুষের সহযোগিতায় আমরা সব সময় কাজ করছি। এর আগেও আমরা হাঁস সব্জির বীজ বিতরণ করেছি। পাশাপাশি হোগলাপাশা আবাসনে ৪৪৯ পরিবারের সুপেয় পানির জন্য সাত লাখ টাকা ব্যয়ে একটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করা হয়েছে। এর আগেও পাথরঘাটার তিনটি ইউনিয়নের প্রায় এক হাজার হতদরিদ্রের মাঝে হাঁস, ছাগল‌ বিতরণ করা হয়।

উপকারভোগী রুনু বেগম বলেন, গত বছর ৫ টি হাঁস পেয়েছি, তা দিয়ে ২০ টি হাঁস হয়েছে। এর মধ্য থেকে ২ টি হাঁস মারা গেলে আজ ৫ টিসহ আরও ২ টি হাস দেয়া হয়।

শফিকুল ইসলাম খোকন বলেন, প্রকৃতি রক্ষায় গাছের অবদানের পাশাপাশি সেজন্য ফলজ গাছের গুরুত্ব রয়েছে। জীবিকার জন্য পারিবারিক আয় বৃদ্ধি ফলজ ও সবজির বীজ বিতরণ করা হয়েছে। যারা পেয়েছেন তারা যথাযথভাবে যত্নবান হয়ে গাছগুলো পরিচর্যা করবেন। এতে প্রাকৃতিক ভারসাম্য যেমন রক্ষা পাবে তেমনি মানুষের জীবিকায়নসহ চাহিদাও মেটাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার