1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
পটুয়াখালীর এক তরুনের সঙ্গে ইন্দোনেশিয়ার তরুণীর বিয়ের প্রস্তুতি সম্পন্ন - দৈনিক প্রথম প্রহর
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫১ পূর্বাহ্ন

পটুয়াখালীর এক তরুনের সঙ্গে ইন্দোনেশিয়ার তরুণীর বিয়ের প্রস্তুতি সম্পন্ন

  • প্রকাশিত: বুধবার, ১ মার্চ, ২০২৩

পটুয়াখালীর বাউফলের মো. ইমরান হোসেনকে বিয়ে করতে যাচ্ছেন ইন্দোনেশিয়ার তরুণী নিকি উল ফিয়া। দীর্ঘ পাঁচ বছর অপেক্ষার পর তাদের বিয়ে হচ্ছে।
বুধবার সকালে পটুয়াখালী জেলা জুডিশিয়াল জজ কোর্ট আদালতে বিয়ের বিয়ের এফিডেভিট সম্পন্ন করেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের আইনজীবী মো. আল আমিন হাওলাদার।

জানা যায়, ইন্দোনেশিয়ার তরুণী নিকির সঙ্গে ২০১৬ সালে ফেসবুকে ইমরানের পরিচয় হয়। এরপর বন্ধুত্ব, একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাদের মধ্যে। পরে বিয়ে করার সিদ্ধান্ত নেন তারা। পরিবারের কোনো আপত্তি না থাকায় নিকি উল ফিয়া ২০১৭ সালের ১ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। এরপর ইমরান তাকে বাউফলের বাড়িতে নিয়ে আসেন। ঐ সময় বয়স ২১ বছর না হওয়ায় বিয়ে করতে পারেননি তিনি। নিজ দেশে ফিরে যান নিকি।

ইমরানের বয়স বর্তমানে ২৫ বছর। আর নিকি উল ফিয়ার বয়স ২৩। ইন্দোনেশিয়ার সুরাবায়া প্রদেশের জেম্বার এলাকার বাসিন্দা নিকি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার