1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
এমপি গোলাম সবুর টুলুর ১১তম মৃত্যু বার্ষিকী - দৈনিক প্রথম প্রহর
শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৭:১৮ পূর্বাহ্ন

এমপি গোলাম সবুর টুলুর ১১তম মৃত্যু বার্ষিকী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

পাথরঘাটা বরগুনা প্রতিনিধি,

একজন মানুষ, যিনি ৩ উপজেলার মানুষকে নিয়ে দিগন্ত বিস্তৃত আকাশের দিকে তাকিয়ে কল্পনা করেছিলেন, পাখা মেলেছিলো তার স্বপ্নগুলো। কিন্তু হঠাৎ একটি সড়ক দুর্ঘটনায় সব স্বপ্নগুলো তছনছ হয়ে গেলো। ভেঙে গেলো পাথরঘাটা উপজেলার মানুষকে নিয়ে যে কল্পনা করে ছিলো সে গুলোও। শোকের ছায়ায় স্তব্দ হয়েছিলো গোটা এলাকা।

২০১৩ সালের ২৬শে জুলাই ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গার চুমুদি নামক স্থানে একটি সড়ক দুর্ঘটনায় নিহত হন এমপি গোলাম সবুর টুলু। নিভে যায় তার সকল অসিস্ত। প্রিয় নেতার হঠাৎ মৃত্যূতে স্থানীয় নেতা এবং মন্ত্রী পরিষদসহ সারাদেশও শোকে স্তব্দ হয়ে পড়ে।

এমপি গোলাম সবুর টুলু ছিলেন একজন শিল্পপতি, একজন রাজনীতিবিদ এবং একজন সংসদ সদস্য ছিলেন। তিনি দেশর জনপ্রিয় মধুমতি সিরামিকস এন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। ২০০৮ সালে বরগুনা-২ আসন থেকে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সাংসদ নির্বাচিত হন এবং বরগুনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। তিনি ১৯৫৩ সালের ১৫ জুলাই বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তারা বাবা মরহুম ছৈজদ্দিন হাওলাদারের ছয় ছেলের মধ্যে তিনি ছিলেন পঞ্চম। তিনি লেখা পড়ায় অর্জন করেছিলেন ব্যবসায় স্নাতক ডিগ্রি।

২৬ জুলাই গোলাম সবুর টুলুর ১১তম মৃত্যু বার্ষিকী। তার মৃত্যু বার্ষিকী উপলক্ষে পাথরঘাটা থানা জামে মসজিদ ও সাবরেজিস্টি জামে মসজিদে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে। ঢাকার নিউ ইস্কাটনের বাসভবনে দোয়ার আয়োজন করা হয়েছে এবং রাজধানীর বনানী কবরস্থানে তার সহধর্মিণী বরগুনা-২ আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা ও পরিবারের সদস্যরা তার রুহের মাগফেরাত কামনায় কবর যিয়ারত করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার