সাকিল আহমেদ নিজস্ব প্রতিবেদক ,
বরগুনার পাথরঘাটায় এমপি গোলাম সবুর টুলুর ১১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে পাথরঘাটা থানা জামে মসজিদ ও সাবরেজিস্টি জামে মসজিদসহ উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। গতশুক্রবার (২৬ জুলাই) জুমার নামাজের পরে এ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
২০১৩ সালের ২৬শে জুলাই বিকাল ৪টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গার চুমুদি নামক এলাকায় একটি সড়ক দুর্ঘটনায় নিহত হন বরগুনা-২ আসনের সংসদ সদস্য এমপি গোলাম সবুর টুলু।
তিনি ২০০৮ সালে বরগুনা-২ আসন থেকে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সাংসদ নির্বাচিত হন এবং বরগুনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। ১৯৫৩ সালের ১৫ জুলাই পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তারা বাবা মরহুম ছৈজউদ্দিন হাওলাদারের ছয় ছেলের মধ্যে তিনি ছিলেন পঞ্চম।
জানাযায়, প্রয়াত এমপি গোলাম সবুর টুলুর ঢাকার নিউ ইস্কাটনের বাসভবনে দোয়া এবং রাজধানীর বনানী কবরস্থানে তার সহধর্মিণী বরগুনা-২ আসনের বর্তমান সংসদ সদস্য সুলতানা নাদিরা ও পরিবারের সদস্যরা তার রুহের মাগফেরাত কামনায় কবর যিয়ারত করেন।
Leave a Reply