1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
রাজধানীতে ফিরছে স্বাভাবিক অবস্থা - দৈনিক প্রথম প্রহর
শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৭:২৮ পূর্বাহ্ন

রাজধানীতে ফিরছে স্বাভাবিক অবস্থা

  • প্রকাশিত: সোমবার, ২৯ জুলাই, ২০২৪

নিজস্ব প্রতিবেদক,

রাজধানীর সড়কে ফিরতে শুরু করেছে স্বাভাবিক অবস্থা। সোমবার (২৯ জুলাই) সকাল থেকেই বেড়েছে যানচলাচল। রাস্তায় দেখা যায় অফিসগামী মানুষের ভিড়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ব্যক্তিগত যানবাহনের পাশাপাশি রাস্তায় বেড়েছে গণপরিবহন।

মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে অনেককেই। কোথাও কোথাও দেখা দেয় যানজটও। কারফিউ শিথিলের এই সময়েও মানুষের নিরাপত্তায় সতর্ক অবস্থানে রয়েছে সেনাবাহিনীসহ অন্যান্য আইন-শৃঙ্খলাবাহিনী।

এদিকে সারা দেশে ছাত্র-জনতার বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল রোববার রাত পৌনে ১২টার দিকে আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদেরের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান আরেক সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের নিরাপত্তা বাহিনীর গুলিতে ও ছাত্রলীগের আক্রমণে নিহত শত শত শহীদের আত্মত্যাগ তিরস্কার করে ডিবি কার্যালয়ে বন্দুকের নলের মুখে জিম্মি করে সমন্বয়কদের মাধ্যমে জোরপূর্বক স্ক্রিপ্টেড বিবৃতি আদায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমাদের দাবি আদায়ে আমরা অবিচল ছিলাম, রয়েছি এবং থাকব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার