নিজস্ব প্রতিবেদক,
‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এমন প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার পাথরঘাটা ও বেতাগীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে।
গতকাল বুধবার (৩১ জুলাই) সকল সাড়ে দশটায় পাথরঘাটায় এবং বিকেল তিনটায় বেতাগীতে বর্ণাঢ্য র্যালি ও মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা।
এ মৎস্য সপ্তাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাথরঘাটার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা এমাদুল হোসেন এবং বেতাগীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ।
এসময় এমপি সুলতানা নাদিরা বলেন, আমাদেরকে মাছে ভাতে বাঙালি বলা হয়। বিশ্বের ৬০ শতাংশ ইলিশ উৎপাদিত হয় বাংলাদেশে। বাকি ৪০ শতাংশ ইলিশ উৎপাদন হয় ভারত, মিয়ানমার, আরব সাগর, আটলান্টিক মহাসাগর সহ বিভিন্ন দেশে। পাথরঘাটা ইলিশের অভয়ারণ্য। কিন্তু গত কিছু বছর যাবত মাছ কিছুটা কমে গেছে। মাছের প্রজন্ম বাড়াতে এবং মৎস সম্পদ রক্ষায় বাংলাদেশ সরকারের ২২ দিন ও ৬৫ দিনের মাছ শিকারের নিষেধাজ্ঞা দিয়েছে। সেগুলো সকল জেলেরা যদি পালন করে তাহলে মাছ আবারও বৃদ্ধি পাবে।
Leave a Reply