বরগুনা প্রতিনিধি,
বরগুনার আমতলীর কৃতি সন্তান বরিশাল বিএম কলেজ ছাত্র সংসদের ভিপি দৈনিক ইত্তেফাক পত্রিকার বরিশাল সংবাদদাতা বিল্পবী ছাত্রনেতা নজরুল ইসলামের ৫১ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শনিবার আমতলী নজরুল স্মৃতি সংসদ-এনএসএস উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
এনএসএস প্রশিক্ষণ কেন্দ্রে এ স্মরণ সভায় সভাপতিত্ব করেন আমতলী সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন আকন।
এনএসএস নির্বাহী পরিচালক অ্যাড. শাহাবুদ্দিন পান্নার সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল হোসেন বিশ্বাস, ন্যাপ নেতা খাঁন মতিয়ার রহমান, বাসস বরগুনা জেলা প্রতিনিধি একেএম খায়রুল বাশার বুলবুল, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি জসিম উদ্দিন সিকদার, আমতলী প্রেসক্লাব সাবেক সভাপতি মোঃ রেজাউল করিম, এনএসএস কর্মসুচী পরিচালক মোঃ শহীদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা রনজিৎ কুমার শীল ও পরিতোষ রায় প্রমুখ।
Leave a Reply