1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
পাথরঘাটায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় - দৈনিক প্রথম প্রহর
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪১ অপরাহ্ন

পাথরঘাটায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়

  • প্রকাশিত: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি,

জামায়াত ইসলামী একটি সুশৃংখল দল, তারা সহিংসতা চায় না। তারা চায় দেশের মানুষ শান্তিতে বসবাস করুক। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সাংবাদিক সাথে মতবিনিময় করে এসব কথা বলেন পাথরঘাটা উপজেলা জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (১৩ আগষ্ট) রাত আটটার দিকে বরগুনার ঐতিহ্যবাহী পাথরঘাটা প্রেসক্লাবের মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাফর ইকবাল।

পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী সভাপতিত্ব করেন। এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বরগুনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আবু জাফর সালেহ, পাথরঘাটা উপজেলা জামায়াতে ইসলামীর আমির শামীম আহসান, সেক্রেটারি মো. জাহাঙ্গীর, পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা মাসুদুল আলম, সেক্রেটারি মাওলানা বজলুলর রহমান, উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হাফেজ রাকিব হাসান।

এসময় উপস্থিত ছিলেন পৌর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি এইচ এম তাওহীদ মীর, জামায়াতে ইসলামীর সমর্থিত পাথরঘাটা পৌরসভার মেয়র প্রার্থী মাহমুদ খান সহ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতা কর্মীরা। এছাড়াও পাথরঘাটা প্রেসক্লাবের সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন এবং তারা বলেন, ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে। দেশ রক্ষা পেয়েছে স্বৈরাচার সরকারের হাত থেকে। দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। সাংবাদিকরা অন্যায়ের প্রতি আপোশ করবেন না। গণমাধ্যম দেশের চতুর্থ অসম্ভ আর সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক। দেলোয়ার হোসেন সাইদি বলছেন দেশের শ্রেষ্ঠ সন্তান সাংবাদিকরা। দেশের চলমান পরিস্থিতি স্থিতিশীল রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার