স্পিকার শামসুল হক টুকু বলেন, দেশকে এগিয়ে নেয়ার জন্য শতভাগ শিক্ষা জরুরি। সরকার দেশকে শতভাগ শিক্ষিত জাতিতে রূপান্তরে নিরলস কাজ করে যাচ্ছে।
বুধবার মনজুর-কাদের মহিলা ডিগ্রি কলেজের ‘নব নির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
ডেপুটি স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ গঠনের শুরুতেই শিক্ষা খাতে জোর দিয়েছিলেন। ১৯৭৫ সালে সপরিবারে তাকে নির্মমভাবে হত্যার মধ্য দিয়ে দেশকে পিছিয়ে দেওয়া হয় এবং একই সঙ্গে পিছিয়ে যায় দেশের শিক্ষা ব্যবস্থা। বর্তমানে স্বাক্ষরতার হার ৭৪ দশমিক ৫ শতাংশ। ২০০১-০৬ মেয়াদে স্বাক্ষরতার হার আগের থেকে ২০ শতাংশ হ্রাস না পেলেও এখন তা প্রায় শতভাগের কাছাকাছি চলে যেত।
শামসুল হক টুকু বলেন, অগ্নিঝড়া মার্চের ২৫ তারিখ কালরাতে সারাদেশে বুদ্ধিজীবীসহ লক্ষাধিক নিরীহ মানুষকে হত্যা করা হয়। এই সঠিক ইতিহাসকে প্রজন্ম থেকে প্রজন্মে নিয়ে যেতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাকে উপলব্ধিতে আনতে হবে। তাহলে জাতির পিতার কাঙ্ক্ষিত অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। সব ধর্মের মানুষ মিলে এ দেশকে স্বাধীন করেছে কাজেই এ দেশ হবে অসাম্প্রদায়িক।
মনজুর-কাদের মহিলা ডিগ্রি কলেজের সভাপতি মুসলিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বেড়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এস. এম. আসিফ শামস রঞ্জন প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া স্থানীয় নির্বাচিত প্রতিনিধিরা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Leave a Reply