1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে প্রান গেল এক জেলের - দৈনিক প্রথম প্রহর
সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৪৬ পূর্বাহ্ন

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে প্রান গেল এক জেলের

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩

বঙ্গোপসাগরে মাছ ধরার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আ. রব সাজ্জাল নামে ৫০ বছরের এক জেলে। ট্রলারে সঙ্গে থাকা অন্য জেলেরা তাকে চিকিৎসার জন্য দ্রুত কূলে নিয়ে আসলেও বাঁচাতে পারেনি।
ফিরে আসা জেলেদের বরাত দিয়ে ট্রলার মালিক মো. হোসেন এমন তথ্যই জানিয়েছেন। মৃত আ. রব সাজ্জালের বাড়ি ভোলা জেলার সদর উপজেলার ডেলুমিয়া এলাকায়।

এফবি তুফান-২ ট্রলারের মালিক মো. ছগির হোসেন জানান, এক সপ্তাহ আগে পাথরঘাটা থেকে বাজার সদয় নিয়ে এফবি তুফান-২ ট্রলারসহ ১৭জন জেলে সাগরে মাছ শিকারের জন্য যায়। মঙ্গলবার (২৮ ফেরুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে গভীর সমুদ্রে আ. রব সাজ্জাল হঠাৎ অসুস্থ হয়ে পরেন। ট্রলারে থাকা জেলেরা চিকিৎসার জন্য বুধবার (১ মার্চ) বিকেলে সাড়ে ৪টার দিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নিয়ে আসে। তবে কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তার।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, মৃত জেলের বাড়ি ভোলায়, আমরা পরিবারের কাছে খবর পাঠিয়েছি।

এ বিষয়ে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, হাসপাতালে আসার আগেই তার মৃত্যূ হয়।

পাথরঘাটা থানার উপ-পরিদর্শক (এস.আই) আ. জলিল বলেন, মৃতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা আসার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার