আজ ২ মার্চ, ২০২৩, বৃহস্পতিবার। ১৬ ফাল্গুন ১৪২৯, ০৯ শাবান ১৪৪৪ হিজরি। ২ মার্চ গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৬১তম দিন। বছর শেষ হতে আরো ৩০৪ দিন বাকি রয়েছে। সময়ের হিসেবে অতি অল্প মনে হলেও একটি ঘটনার জন্য তা যথেষ্ট। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছে অনেক উল্লেখযোগ্য ঘটনা। ইতিহাসের কৌতুহল উদ্দীপক ও উল্লেখযোগ্য ঘটনাগুলো চলুন এক নজরে দেখে নেয়া যাক। আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়-
ঘটনাবলি:
০৬৮০ – মহনবী (সা.) এর প্রিয় দৌহিত্র ইমাম হোসেন (রা.)-এর শাহাদতের পর তার সন্তান-সন্ততিসহ অন্যদের বন্দি অবস্থায় কুফায় প্রেরণ করা হয়।
১৪৯৮ – ভাস্কো দা গামা মোজাম্বিক দ্বীপপুঞ্জ পরিভ্রমণ করেন।
১৮৯৬ – ফরাসি পদার্থ বিজ্ঞানী অ্যান্টনি হেনরি বেকুইরেল প্রাকৃতিক তেজস্ক্রিয়তার বিষয়টি আবিষ্কার করেন।
১৯৪২ – দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান ম্যানিলা দখল করে।
১৯৪৪ – নেপলসে ট্রেন দুর্ঘটায় ৫২১ জনের মৃত্যু।
১৯৭১ – ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে ছাত্র সমাবেশে প্রথমবারের মতো স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন।
১৯৭২ – বাংলাদেশকে স্বীকৃতি দেয় গাম্বিয়া।
১৯৯৭ – পাকিস্তানে ২০ বছরেরও অধিক সময় পর রোববার সাপ্তাহিক ছুটি পালন শুরু।
১৯৯৯ – ঢাকায় ডি-৮ শীর্ষ সম্মেলন সমাপ্তি।
জন্ম:
১৮৯৮ – মোহাম্মদ বরকত উল্লাহ, সাহিত্যিক।
১৯১৯ – জেনিফার জোনস, মার্কিন অভিনেত্রী।
১৯২৩ – রিচার্ড উইলিয়াম টিম, রামোন ম্যাগসেসে পুরস্কার বিজয়ী জীববিজ্ঞানী ও শিক্ষাবিদ। (মৃ. ২০২০)
মৃত্যু:
৬৫৪ – আবুজর গিফারী, মহানবী (সা.) এর বিশিষ্ট সাহাবি।
১৯৮৩ – বাঙালি সাহিত্যিক গিরিবালা দেবী প্রয়াত হন।(জ.১৮৯১)
Leave a Reply