পটুয়াখালীতে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহি বাসের ধাক্কায় মো. নজরুল ইসলাম নামের এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে-বরিশাল-বরগুনা-পটুয়াখালী মহাসড়কের পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাঠালতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাকেরগঞ্জের কাঠিপাড়ার নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে নিজ কর্মস্থল বরগুনা ডিএসবি কার্যালয়ে যাচ্ছিলেন মো. নজরুল ইসলাম।
মির্জাগঞ্জের কাঠালতলী নামক স্থান অতিক্রমকালে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় পুলিশের এসআই মো. নজরুল ইসলাম নিহত হন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।
তিনি আরও জানান, ঘাতক বাস চালক ও হেলপারকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
Leave a Reply