1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
বাংলাদেশে রফতানি আয় বাড়ল চলতি বছরে - দৈনিক প্রথম প্রহর
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:০৬ অপরাহ্ন

বাংলাদেশে রফতানি আয় বাড়ল চলতি বছরে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩

গত বছরের ফেব্রুয়ারির তুলনায় চলতি বছরে একই মাসে রফতানি আয় ৩৩ কোটি ৫৬ লাখ ৫০ হাজার মার্কিন (ইউএস) ডলার বেড়েছে। শতকরা হিসেবে যা বেড়েছে ৭ দশমিক ৮১ শতাংশ।
বৃহস্পতিবার রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানায়, এর আগের মাস জানুয়ারিতে গত বছরের জানুয়ারির তুলনায় ২৮ কোটি ৫৮ লাখ ৭০ হাজার ডলার বেশি রফতানি আয় বেড়েছে, যা শতাংশের হিসেবে বেড়েছিল ৫ দশমিক ৮৯ শতাংশ। এর পরে গত অক্টোবর মাসে রফতানি আয় কমার পর নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি পর্যন্ত টানা ৪ মাসে বাড়ল রফতানি আয়।

এদিকে ইপিবি সূত্রে আরো জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি পণ্য রফতানি হয়েছে ৪৬৩ কোটি ১ লাখ ৮০ হাজার ইউএস ডলার।

এর আগে, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে যা হয়েছিল ৪২৯ কোটি ৪৫ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। শতাংশের হিসেবে ২০২২ সালের ফেব্রুয়ারির তুলনায় ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ৭ দশমিক ৮১ শতাংশ বেড়েছে রফতানি আয়।

২০২২ সালের তুলনায় রফতানি আয় বাড়লেও লক্ষ্যমাত্রার চেয়ে ৩ দশমিক ৬৮ শতাংশ কমেছে রফতানি আয়। চলতি অর্থবছরের ফেব্রুয়ারি মাসে বিশ্ববাজারে বাংলাদেশের পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল ৪৮০ কোটি ৭০ লাখ ডলার। আর রফতানি হয়েছে ৪৬৩ কোটি ১ লাখ ৮০ হাজার ডলার।

ফলে চলতি অর্থ বছরে জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মোট আট মাসে রফতানি আয় হয়েছে ৩৭০৭৭ দশমিক ৬৮ মিলিয়ন মার্কিন ডলার। যা ২০২১-২২ অর্থবছরে ছিল ৩৩৮৪৩ দশমিক ৪৫ মিলিয়ন ডলার। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় ৩২৩৪ দশমিক ২৩ মিলিয়ন ডলার রফতানি আয় বেড়েছে। যা শতাংশের হিসেবে আগের বছরের চেয়ে বেড়েছে ৯ দশমিক ৫৬ শতাংশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার