1. admin@dainikprothomprohor.com : admin : News Desk
ভারতকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া - দৈনিক প্রথম প্রহর
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:২০ অপরাহ্ন

ভারতকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

  • প্রকাশিত: শুক্রবার, ৩ মার্চ, ২০২৩

চার ম্যাচ সিরিজের তৃতীয় টেস্টে ভারতকে হারিয়ে দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।
আজ ইন্দোরে সিরিজের তৃতীয় টেস্টে ভারতকে ৯ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ে প্রথমবারের মত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নাম লেখালো অজিরা। অবশ্য এ টেস্ট হারলেও ভারতের সামনে এখনো চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগ রয়েছে।

জয়ের জন্য মাত্র ৭৬ রানের টার্গেট পেয়ে ম্যাচের দ্বিতীয় দিন শেষেই জয়ের মঞ্চ তৈরি করে রেখেছিলো অস্ট্রেলিয়া। তৃতীয় দিন ৭৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট হারায় দলটি।

এ সময় উসমান খাজাকে খালি হাতে বিদায় করেন ভারতের স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। শুরুর ধাক্কা আমলে না নিয়ে ভারতীয় বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন আরেক ওপেনার ট্রাভিস হেড ও তিন নম্বরে নামা মার্নাস লাবুশেন।

দ্বিতীয় উইকেটে ১১১ বলে অবিচ্ছিন্ন ৭৮ রানের জুটি গড়েন হেড ও লাবুশেন। ১৮ দশমিক ৫ ওভারেই অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেন তারা। ৬টি চার ও ১টি ছক্কায় ৫৩ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন হেড।

৬টি চারে ৫৮ বলে অপরাজিত ২৮ রান করেন লাবুশেন। ভারতের অশ্বিন ৪৪ রানে ১ উইকেট নেন।

২-১ ব্যবধানে এগিয়ে থেকে আগামী ৯ মার্চ আহমেদাবাদে সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট খেলতে নামবে দুই দল। শেষ টেস্ট জিতলেই চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার সঙ্গী হবে ভারত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০২২ দৈনিক প্রথম প্রহর. কম
ডিজাইন ও ডেভেলপ : ডিজিটাল এয়ার