সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ২৩৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে আক্রান্ত হয়েছেন ৫৫ হাজার ১৫৫ জন। গতকাল ২৪ ঘণ্টায় এতে ৩৩৮ জনের মৃত্যু এবং ৭৯ হাজার ৬৬৪ জন শনাক্ত হয়েছিলো।
সোমবার সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১৩ হাজার ৫৫৯ জন আক্রান্ত হয়েছে রাশিয়ায়। মৃত্যুর তালিকায় শীর্ষে রয়েছে তাইওয়ান। দেশটিতে ৬০ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া জাপানে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৭৩১ জন এবং মারা গেছেন ৫০ জন। ইরানে আক্রান্ত হয়েছেন ৪৬৩ জন এবং মারা গেছেন ১৫ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৩৮ জন এবং মারা গেছেন ৫ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৮১৩ জন এবং মারা গেছেন ৫ জন।
বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৬ লাখ ৭৭ হাজার ৯৮৭ জন। এর মধ্যে ৬৮ লাখ ৫ হাজার ২৫১ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৩৫ লাখ ১৮ হাজার ৩৩৯ জন।
Leave a Reply